Old Blog 18: শুভ সকাল!!!

বাংলা নতুন বছর শুরু হবার দুটি দিন পার না হতেই কালবৈশাখীর দেখা মিলল। কালবৈশাখী যেন অপেক্ষা করেছিল নতুন বছরের। গত রাতে কালবৈশাখী ঝড়ের পর সকালটা খুব সুন্দর লাগছে। পাশের বাড়ির আম গাছের পাতা গুলোকে আগের চেয়ে অনেক বেশি সবুজ দেখাচ্ছে। সকালের সূর্যের সোনালী আলো পড়ছে পাতাগুলোর উপর। গাছের পাতায় আলোছায়ার খেলা, হালকা বাতাস আর নিশ্চুপ পরিবেশ। সবকিছু মিলিয়ে সকালটাকে বেশ সুন্দর লাগছে। এরকম সুন্দর সকাল ঢাকাতে খুব কমই দেখিছি। অথবা দেখিছই কিন্তু এখন মনে নেই। কিছুক্ষন পরেই ঢাকাকে দেখা যাবে নিজের স্বরুপে। ইংরেজিতে একটা কথা আছে “morning shows the day.” আর সেটা সত্যি হলে আজকের দিনটা বেশ ভালো যাবে। অন্তত এই আশাটুকু করতে পারি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশা করছি। শুভ সকাল!!!

Post first published on April 16 in http://prothom-aloblog.com/users/base/redwan999/91

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.