মাইক্রো কাব্য – ৯

ভুলে যাওয়া ও ভুলে থাকা
—————————-

তুমি শুধু তুমি ছিলে
আমার বুক জুড়ে।
জানিনা কেন তুমি
আমাকে দূরে ঠেলে দিলে।

ভেবনা তোমার জন্য
আমি লিখি কবিতা।
মন থেকে মুছে ফেলেছি
ভুলে গেছি তোমার ছবিটা ।

ভুলে গেছি কেমন ছিল
দেখতে তোমার মুখ,
ভুলে গেছি সেদিনই
যেদি ভেঙেছ আমার বুক।

সুখ সুখ করে তুমি
ছুটেছ সুখের পিছে।
আমাকে ভুলে গিয়ে তুমি
আছ কি খুব সুখে ?

রচনা কালঃ  ১৯শে ফেব্রুয়ারী, ২০১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.