মাইক্রো কাব্য – ৩৯

ফিরে আসা
——————————

যখন সন্ধ্যা নামে দূরে,
কোলাহল কিছুটা কমে।
আমি উদাস দু নয়নে;
তাকাই আকাশ পানে।

ঐ বিশালতার মাঝে,
তোমাকে বেড়াই খুজে।
চেষ্টা করি বৃথা,
ভেবে তোমার কথা।

তোমায় দেখেছি শেষ কবে?
তুমি আদৌ কি আমার হবে!
তুমি আমায় দিয়েছ ফাঁকি,
যেন ডানা-মেলা এক পাখি।

পাখিরাও দিনের শেষে;
ফিরে যায় তাদের নীড়ে!
তুমিও কি তেমনি করে;
আসবে আবার ফিরে?

রচনাকাল: ১৫ সেপ্টেম্বর ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.