
বই পর্যালোচনা – ময়নাদ্বীপ
‘ময়নাদ্বীপ’ উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের অসমাপ্ত পরিণতির ওপর ভিত্তি করে লেখা। মূল উপন্যাস যেখানে কুবের ও কপিলার ময়নাদ্বীপে যাত্রার মাধ্যমে শেষ হয়, সেখান থেকেই মহি মহিউদ্দিনের কাহিনি শুরু। কিন্তু নতুন এই উপন্যাসে কুবের ও কপিলার জীবনের মোড় কীভাবে বদলায়? তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়? সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এখানে। উপন্যাসটি পুরোপুরি সন্তোষজনক হয়ে উঠতে পারেনি। হোসেন মিয়ার মতো গুরুত্বপূর্ণ চরিত্র গল্পে নিষ্প্রাণ হয়ে থেকেছে, কপিলার আচরণ অনেকটাই অবাস্তব মনে হয়েছে, এবং দ্বীপের বাস্তবতাও কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। তবুও, কুবের-কপিলার নতুন জীবনের অনুসন্ধান পাঠকদের আগ্রহী করবে। ময়নাদ্বীপের গল্পকে আরও বিস্তৃত করে ভবিষ্যতে লেখা যেতে পারে, এমনকি হোসেন মিয়ার জীবনকাহিনি নিয়েও একটি শক্তিশালী উপন্যাস রচনা করা সম্ভব। Read more