সাধ্যহীন সাধ
——————- রেদওয়ান রহমান
তুমি ভরা পূর্ণিমার চাঁদ
আকাশের উজ্জ্বল তারা।
তোমাকে কাছে পাই না
তাই আমি দিশেহারা।
তোমাকে ছোঁয়া যায় না
যায় না তোমাকে ধরা।
এত ভালোবাসি তবু
তুমি রয়ে গেলে অধরা।
ছোট্ট দ্বীপে কঠিন যেমন
সুবিশাল রাজপ্রাসাদ গড়া
স্রোতস্বিনীর মত তেমনি
যায় না তোমাকে বেঁধে রাখা।
তুমি আমার ভরা পূর্ণিমার চাঁদ,
তুমি স্রোতস্বিনীতে দেয়া বাঁধ।
তুমি ছোট্ট দ্বীপে সুবিশাল রাজপ্রাসাদ,
তুমি আমার সাধ্যের বাইরের সাধ।
রচনাকালঃ
২৭শে মে, ২০১১
সকল কবিতার জন্য এখনে ক্লিক করুন