অপূর্ণতা
———————
টেবিলেতে বসে আছি
পড়াশোনায় মন নেই,
ইচ্ছে হয়ে ঘুরে আসি
বুঝতে পারছিনা যাব কই!
অন্ধকারে বাঁশঝাড়ে
জোনাকিরা আমায় ডাকে।
খোলা আকাশের পূর্ণিমা
অনেকদিন আমি দেখি না।
অনেকদিন হাঁটা হয়নি
খালি পায়ে সমুদ্রের তীরে,
ঘোরা হয়নি মধ্য রাতে
নীরব কোন অচেনা শহরে।
দিন দিন ব্যস্ততা বাড়ছে,
আর স্বপ্নগুলোকে দিচ্ছে ঢেকে।
আমার এখন দিন কাটে
পুরনো সব স্মৃতি ঘেঁটে।
৭ ই ডিসেম্বর ২০১৪