যদি এমন হত
———————
আমি যদি পারতাম
নিজেকে করতাম শত ভাগ।
সবার মাঝে বিলিয়ে দিতাম
দিতাম না কারো মনে দাগ।
আমার যদি থাকত
একটা আলাদিনের চেরাগ।
সবার ইচ্ছা পুরণ করতাম
হতে দিতাম না কাউকে রাগ।
এমন যদি হত
আমি রাজা, ব্যাপক ক্ষমতাশীন।
দুষ্টুগুলোকে দিতাম শাসিয়ে
থাকতে দিতামনা কাউকে দিনহীন।
যদি হয়ে যেতে পারতাম
আমি মস্ত মহাজ্ঞানী!
বইগুলো সব ছূড়ে ফেলতাম
কারন আমি সবই জানি।
রচনাকালঃ ৮ই জুন ২০১৫