পরিবর্তন
———————————————–
এখন আর তোমায় চিঠি লিখিনা বলে,
তালা ঝুলছে তোমার শহরের ডাক ঘরে
লাল আর নীল খামের সেই দোকানগুলো,
চলছে না আর তেমন ভাবে।
তোমার জন্য পথে এখন দাঁড়াই না বলে,
চা বিড়ির দোকানে আর জমে না ভিড়,
তর্ক হয় না আর পাড়ার বড় ভাইয়ের সাথে
তোমার পাড়া এখন নীরব স্থির।
তোমার জন্য আর গোলাপ কিনি না বলে
দেউলিয়া হয়েছে ফুলওয়ালা,
ফুলের দোকান দখল করেছে দেখ
মাস্তান আর ফেরিওয়ালা।
তোমার জন্য আজ আর সময় নেই দেখে
ঘড়িওয়ালার দু চোখে হা হুতাস ভাসে,
রঙ হারানো হাত ঘড়িটা আমার
আজো অচল পরে আছে।
রচনাকালঃ ১২ জুন, ২০১৭
অনুপ্রেরনাঃ জনৈক ছোট ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস।
ভাই দারুন হইচে।তুইতো দারুন লেখিছ।
Thank you very much!!! 😀