ফাগুনের আগমন
——————————–
শুনিয়াছি বসন্ত আসিবে
আমাদের মুমু্র্ষু শহরে,
সঞ্চিতে নব প্রান
ইট পাথরের দেয়ালে।
ফাগুনের আগমনে আগুন লাগিবে
কৃষ্ণচূড়ার ডালে।
কোকিল কতক গান গাহিবে
নানা সুর তালে।
বসন্তের মোহে চিত্ত চঞ্চল
ঋতুরাজ কে করিব বরন,
এ শহর যে মৃতপ্রায়
আমি তা করিনি স্মরণ।
বসন্তের ফুল ফুটে না এ শহরে
পাখিরাও করে না খেলা।
তবুও লোকে সাজিবে হলুদে
যুবক যুবতীরা বসাবে মেলা।
রচনাকালঃ ১৩-০২-২০১৮