বন্দি স্বপ্ন
——————————–
স্বপ্ন আমার পাগলা ঘোড়া
তুফান বেগে ছোটে,
ধুলো উড়িয়ে যায় ছুটে যায়
তেপান্তরের মাঠে।
স্বপ্ন আমার রেশম পোকা
হয়েছে রঙ্গিন প্রজাপতি,
ডানা মেলে উড়ে যায়
যখন যেথায় খুশি।
স্বপ্ন আমার রঙ্গিন ঘুড়ি
নীল আকাশে যায় ঊড়ে।
বাস্তবতা তখন নাটাই হাতে
সুতো টেনে ধরে।
স্বপ্ন আর বাস্তবতা তে
বিবাদ চলে সদা,
স্বপ্নে আমার মুক্তি মিলে
বাস্তবতায় বাঁধা।
রচনাকালঃ ১৮-০৩-২০১৮
সকল মাইক্রো কাব্যঃ মাইক্রো কাব্য
স্বপ্ন নিয়ে চমৎকার কবিতা। শেষ লাইন ২টা অসাধারণ “স্বপ্নে আমার মুক্তি মিলে, বাস্তবতায় বাঁধা”।
Thank you!