ফাগুনের আগুন
–—————————
ফাগুনের এই আগুনে
মন আমার নাচিছে,
ফটকাবাজ সবজিওয়ালা
গোলাপ রজনী বেচিছে।
৫ টাকার ফুল ৩০ টাকা
তবু মানুষ কিনিছে,
আমি বলি ভাই ফুলকপি কেনো
রেধে খেলেও লাভ আছে।
ফাগুন আর ভ্যালেন্টাইনে
কত্ত যুগল ঘুরিছে,
কষ্ট বুকে চেপে রেখে
ভাইয়া পকেট ফাকা করিছে।
আমি ভাই অফিস করি
কাজ অনেক জমেছে,
সকাল সকাল অফিসে যাই
রাস্তায় অনেক জ্যাম আছে।
রচনাকালঃ ১৪ই ফেব্রুয়ারী ২০১৯ |