কোয়ারেন্টাইনের দিনগুলি
—————————————
আজি সকালে বের হয়েছিনু
শোভিতে সবুজ আর বাতায়ন,
পুলিশ মহাশয়ের যষ্টি-হস্ত দেখিয়া
ছুটিয়া করিতেছিলাম পলায়ন।
জানি না কি ভাবিয়া
কুকুর কতক লইল পিছু,
কি করিব, কি দিব তাদের বুঝিলাম না
আমার হস্তে ছিলনা কিছু।
কিয়ক্ষন ভাবিয়া চিন্তিয়া
মারিলাম এক দৌড়,
পথ ঘাঁট চেনা থাকিলে
নিশ্চিত পৌছিয়া যাইতাম গৌড়।
ছুটিতে ছুটিতে কুকুর ছাড়ায়াইয়া
আসিলাম নিজের বাড়ী,
কান ধরে শপথ কিরলাম
যাইব না আর ঘর ছাড়ি।
রচনাকালঃ ২৯শে মার্চ ২০২০
পাদটীকা-১ঃ
ফেসবুক মেসেঞ্জারে কথোপকথনের সুত্র ধরে লিখা। বাস্তব কোন কাহিনী নয়। কারও সাথে মিলে গেলে কাকতালীয় ধরে নিবেন ।
পাদটীকা-২ঃ
শব্দার্থ
শোভিতে – উপভোগ করতে;
বাতায়ন – বাতাস;
যষ্টি-হস্ত – লাঠি হাতে;
কিয়ক্ষন – কিছুক্ষন;
গৌড় – প্রাচীন বাংলার রাজধানী, যার অবস্থান বর্তমান ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। এটি লক্ষনাবতী নামেও পরিচিত। প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
পাদটীকা-৩ঃ
আগের রাতে বঙ্কিমচন্দ্রের ‘কমলাকান্তের দপ্তর’ পড়ার পর সাধু ভাষা আর কঠিন কঠিন বাংলা বের হচ্ছে।