চোরা চাঁদ
—————————————————–
চোরা চাঁদ উঠেছে আজ আকাশে
বাকা হাসি হেসে চলেছে সে নীরবে।
বুনো ফুলের সৌরভ ভেসে আসছে বাতাসে।
অদূরে ঝি ঝি পোকা কতক ডেকেছে সরবে।
মেঘের ভীড়ে চলছে চাঁদের লুকোচুরি খেলা,
ক্ষনে আলো, ক্ষনে ছায়া, চলছে সারাবেলা।
মেঘে মেঘে হুড়োহুড়ি, খুব যেন তাড়া!
তার মাঝে উঁকি দিচ্ছে কিছু মিটিমিটি তারা।
ঝিলের পাশে কাশবনে, কাশফুলের মেলা,
মৃদুমন্দ বাতাস এসে, দিচ্ছে তাতে দোলা।
সারি সারি কাশবনে, নিশি বকের ঝাঁক!
দূর থেকে ভেসে আসছে খেঁকশেয়ালের হাঁক!
ব্যাঙের দল গান বেধেছে পদ্মর পাতায় বসে,
জোনাকিরাও তাল মিলাচ্ছে নিরবে আলো জ্বেলে।
মুগ্ধনয়নে দেখছি এসব জানালার ধারে বসে,
চোরা চাঁদ উঠেছে আজ ঐ দূর আকাশে!
রচনাকালঃ ২৪শে অগাস্ট ২০২১
বি.দ্র.: চোরা চাঁদ কাকে বলে এটা হয়ত গুগল করে বা শব্দকোষ বা অভিধানে খুঁজে পাবেন না। চোরা চাঁদ বলতে এমন চাঁদকে বুঝানো হয়েছে যেটা মেঘঢাকা পূর্নিমার রাতে মেঘের ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে হারিয়ে যায়।