লাজুক লতা
ও আমার লাজুক লতা
তুমি কও না কেন কথা?
আমি ছাড়া কে আছে তোমার?
জেনে নিও তুমি শুধুই আমার।
তুমি লজ্জা লজ্জা চোখে
কালো কাজল খানিক মেখে,
আড় চোখেতে খোঁজ কর আমার
লজ্জা পেয়ে মুখ লুকাও আবার।
তুমি মুচকি মুচকি হেসে
ওই গোলাপ রাঙা ঠোটে,
বলেছিলে ভালোবাসি তোমায়
সেই থেকে ঘুম নাই আমার।
মাঠের ওই সবুজ সবুজ ঘাসে
তুমি আলতা মাখা পায়ে
বেনী দুলিয়ে কোথায় ছুটে যাও?
আমাকেও সাথে নিয়ে নাও!
ঢাকা, ১৪ অগাস্ট ২০২২