নিরবতা
————————-
মাঝে মাঝে ভাবি,
কিছু কথা বলি।
ছোট খাট বিষয়েও
একটু হলেও লিখি।
পরে হায় মনে হয়
সত্য আর কেবা কয়?
সত্যবাদীর বিপদ ভারী
ভয়ে তাই কলুপ আটি।
আমি ভাই গোবেচারা
আমার আর কিইবা করা?
দাপট আমার থাকত যদি,
কে রুখত কথার গতি?
বিপ্লব আর সংগ্রামে
রাজপথ দিতাম নাড়িয়ে।
আজকে আমি নিরব দেখে,
আমার গলাই ধরছে চেপে।
রচনাকাল: ১০ ফেব্রুয়ারী ২০২৩
Bhai akta boi publish korte paren. Onek valo lekhen
Thank you. but I think my poetries are not good enough to publish a book.