জীবনের হিসেব
———————-
আমি একদিন পালিয়ে যাব,
পালিয়ে যাব নিশ্চয়ই।
শত অনুরোধ আর ব্যস্ততা ফেলে,
পিছনে রেখে সব হই চই।
সবাই যখন খুঁজবে আমাকে,
আমি খুঁজব নিজেকে।
লাভ ক্ষতির করব হিসেব,
ফেলে জীবনের ছকে।
পাওয়া না-পাওয়ার ব্যবধানে
হিসেব যখন আমার অমিল,
তখন আমি নিজেকে গুছাব
ফেলে দিয়ে যা কিছু জটিল।
আমি তখন নতুন আমি
পাথর থেকেও কঠিন।
স্বার্থের সম্পর্কগুলো আমি
মাটি চাপা দিব একদিন।
রচনা কাল: ৩১ মে ২০২৩