বিপ্রতীপ
———————–
একাকিত্ব আমার খুব পছন্দ
তবু প্রিয়জনকে পাশে চাই।
আলোয় উদ্ভাসিত হতে গিয়ে
আমি ছায়া খুঁজে বেড়াই।
পাহাড় সমান অট্টালিকায় থাকি,
যদিও ভালোবাসি অরন্য!
সভ্যতার মুখোশের আড়ালে
হৃদয়খানি আমার বন্য।
স্বাধীনতার নামে আমি
চারিদিকে গড়েছি প্রাচীর।
সমাজবদ্ধ জীব হয়েও আমার
সম্পর্ক গুলোতে চিড়।
সাধাসিধে জীবনের অভিলাষ
তবু অর্থ-বিত্তের ভীষণ মোহ,
মুখে বলছি এক কথা আমি
আর কাজকর্মে অন্য!
রচনাকাল: ৩০ এপ্রিল ২০২৪