কংক্রিটের পৃথিবী
—————- রেদওয়ান রহমান
সকালে ঘর থেকে বের হই আর ফিরি সন্ধ্যা বেলা।
সারাদিন ধরে খেলি আমি ব্যস্ত থাকার খেলা।
ক্লান্ত আমি ভাবতে বসি, ঘুমাতে যাওয়ার আগে,
সব কিছুই আছে তবু কি যেন নেই নেই লাগে।
বিচিত্র এক শহরে থাকি, যেখানে নেই ছোট নদীর বাঁক।
বুনো কোন পাখী নেই, আকাশে উড়ে শুধু কালো কাক।
এ শহরে সবুজ দেখতে যেতে হয় অনেক দূর,
এখানে শোনা যায় না বাউলের একতারার সুর।
সারি সারি অট্টালিকা, প্রান নেই তাতে কোন।
যাদের জন্য এতকিছু, তারাও বেঁচে নেই যেন।
একসময় সবই ছিল, ছোট্ট সবুজ এক গ্রামে…
জীবন একটু কঠিন ছিল ঠিকই, শান্তি ছিল মনে।
জীবনকে সহজ করতে গিয়ে জটিল করেছি আরও
ছোট্ট সবুজ গ্রামকে আমি বানিয়েছি শহর বড়।
আজ আর কোথাও নেই সেই ছোট্ট গ্রামের ছবি,
সবকিছু শেষে আছে শুধু আমার কংক্রিটের পৃথিবী।
[ লেখার সময়কালঃ রাত ২:৩০, ২৮শে ফেব্রুয়ারী, ২০১১]